ডিএমপি নিউজঃ সূর্যের উত্তাপ যখন কম থাকে তখন খোলা আকাশের দিকে তাকাতে কার না ভাল লাগে? আকাশের নীল রং মনকে প্রশান্তি দিয়ে থাকে। তবে অনেকে আবার নীল রং কে বেদনার উপমা হিসেবে ব্যবহার করে থাকে।
সে যাই হোক প্রশান্তি কিংবা বেদনা, কিন্তু আকাশের রং নীল কেন? অন্য কিছুও তো হতে পারত।
সূর্যের আলোর মধ্যে সাতটি বর্ণের আলো রয়েছে। এই সাতটি বর্ণের আলোর কিন্তু আলাদা আলাদা তরঙ্গদৈর্ঘ্য রয়েছে। এই তরঙ্গদৈর্ঘ্যর কারণেই এমনটা ঘটে থাকে।
যে আলোর তরঙ্গদৈর্ঘ্য কম তার বিক্ষেপণ বেশি। আলোর এই বিক্ষেপণ হল, যখন কোন একটি আলোক তরঙ্গ অত্যন্ত ক্ষুদ্র কোন কনার উপর পরে তখন এ কনাগুলো আলোক তরঙ্গকে বিভিন্ন দিকে ছরিয়ে দেওয়া। অর্থাৎ বিক্ষেপণ নির্ভর করে আলোর তরঙ্গদৈর্ঘ্যর উপর।
বর্ণালি হতে দেখা যায় যে, নীল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম। সূর্যরশ্নি যখন বায়ুমন্ডলের সূক্ষ ধূলিকনা ও অনুতে আপতিত হয়, তখন নীল বর্ণ ও এর কাছাকাছি বর্ণগুলোর (বেগুনি, আসমানী) বিক্ষেপণের প্রাচুর্য দরুন আকাশ নীল দেখায়।
তবে পৃথিবীতে বায়ুমন্ডল না থাকলে আকাশের কোন রং থাকত না। সেক্ষেত্রে আকাশ হত কালো বা অন্ধকার।