অভিনেতা ইরেশ যাকের বিয়ে করছেন। পাত্রী অভিনেত্রী, মডেল ও সংগীতশিল্পী মিথিলার ছোট বোন মিম রশিদ। আগামীকাল সন্ধ্যায় ঢাকার একটি কনভেনশন সেন্টারে দু’জনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আর এ বছর মার্চে নেপালে বউভাত অনুষ্ঠান করবেন তারা। জানা গেছে, ইরেশ ও মিমের বিয়ের কথাবার্তা পাকাপাকি করতে গত ২৭শে জানুয়ারি সন্ধ্যায় দুই পরিবারের সদস্যরা একসঙ্গে বসেন। সেদিন বিয়ের সব আনুষ্ঠানিকতা নিয়ে তারা আলোচনা করেন।
আর গত মাসের শেষদিকে দু’জনের আংটি বদল হয়েছে। এদিকে গতকাল সন্ধ্যায় ইরেশের বাসায় দু’জনের গায়ে হলুদ ও মেহেদি অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে তাদের খুব কাছের বন্ধু ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।
ইরেশ যাকের চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করছেন। শিহাব শাহিনের ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ খল অভিনেতা হিসেবে ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। অন্যদিকে মিম রশিদ ক্যামেরার পেছনেই বেশি কাজ করে থাকেন।