আল কুদস আল শরীফের ঘটনায় ব্যাপক উদ্বেগের বিস্তার নিয়ে আলোচনার জন্য ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) ৮ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি আগামীকাল তুরস্কের ইস্তাম্বুলে এক বিশেষ মুক্ত সভায় বসবে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে আল কুদস আল শরীফের ঘটনায় ব্যাপক উদ্বেগের বিস্তার এবং মসজিদ আল আকসার পবিত্রতা বিনষ্ট ও ফিলিস্তিনী জনগণের বিরুদ্ধে ইসরাইলের জঘন্য সহিংসতার বিষয় নিয়ে মূল আলোচনা হবে।
এই বৈঠকে যোগদানের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আজ ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি মহাপরিচালক (আন্তর্জাতিক সংস্থা), তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত, ইস্তাম্বুলে বাংলাদেশের কন্সাল জেনারেল ও প্রতিমন্ত্রীর কার্যালয়ের পরিচালকসহ ৫ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
এক বিবৃতিতে বলা হয়, সভায় প্রতিমন্ত্রী ইসরাইলী সহিংসতাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নিন্দা ও সর্বাত্মকভাবে প্রত্যাখ্যান করা এবং শান্তিকামী ফিলিস্তিনী ভাই ও বোনদের সাথে পূর্ণ সংহতি প্রকাশের বিষয়টি তুলে ধরবেন। তিনি অমুসলিম দেশগুলোতে ফিলিস্তিনীদের আইনি অধিকারের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং ফিলিস্তিনী জনগণ ও এর পবিত্র স্থানসমূহ রক্ষায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও ইউনেস্কোকে তাদের প্রস্তাব পরিপূর্ণভাবে বাস্তবায়নে বাধ্য করার গুরুত্বের বিষয়টিও তুরে ধরবেন।