এবার ঈদে ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত মোট তিনদিন সরকারি পেয়েছেন চাকুরীজীবীরা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনদিনের সরকারি ছুটি শেষে অফিস খুলছে আগামীকাল।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। ফলে আজ ও আগামীকাল সোমবার থেকে আবারো ঢাকায় ফিরতে শুরু করবেন কর্মজীবীরা। আবার কর্মচাঞ্চল্যে মুখর হবে ঢাকা।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, সোমবার প্রথম অফিস খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি থাকবে কম। ছুটির আমেজ থাকবে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়সহ বিভিন্ন সরকারি অফিসেও। মূলত আরো দু’একদিন পর থেকেই পুরোদমে অফিস শুরু হবে।