ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় আগামীকাল শুক্রবার বর্ষা উত্সবের আয়োজন করা হয়েছে। সত্যেন সেন শিল্পীগোষ্ঠী এ আয়োজন করেছে। সকাল সাড়ে ৭টায় শিল্পী শেখর মণ্ডলের বর্ষার রাগ পরিবেশনের মধ্য দিয়ে উত্সবের সূচনা হবে।
উত্সবে একক সংগীত পরিবেশন করবেন ফাহিম হোসেন চৌধুরী, ড. লিনা তাপসী খান, সুমন মজুমদার, অনিমা রায় ও মামুন জাহিদ খান। দলীয় নৃত্য পরিবেশন করবে নৃত্যজন, নটরাজ, স্পন্দন, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস ও স্বপ্ন বিকাশ কেন্দ্র।
একক আবৃত্তি পরিবেশন করবেন নায়লা তারাননুম চৌধুরী কাকলি ও মাশকুর-এ-সাত্তার কল্লোল। দলীয় সংগীত পরিবেশন করবে সুর ও বিহার, স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র, বহ্নিশিখা, পঞ্চভাস্কর, সমস্বর ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠী।
ধরিত্রীকে সবুজ করার লক্ষ্যে শিশুদের মাঝে প্রতীকী বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে।