ডিএমপি নিউজঃ আগামীকাল ১২ ডিসেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে জাতীয় জরুরি সেবা-৯৯৯ কার্যক্রম।
মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জাতীয় জরুরি সেবা-৯৯৯ কার্যক্রমের উদ্বোধন করবেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন ইন্সেপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম।
জাতীয় জরুরি কল সেবা উদ্বোধনের জন্য রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ।
অনুষ্ঠান সূচি থেকে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা আব্দুল গণি রোডস্থ ডিএমপি’র ক্রাইম কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারে স্থাপিত জাতীয় জরুরি সেবা-৯৯৯ কেন্দ্রের ফলক উন্মোচনের পর ৯৯৯ এর কল সেন্টার পরিদর্শন করবেন। ফলক উন্মোচন ও কল সেন্টার পরিদর্শনের পর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সজীব ওয়াজেদ বক্তব্য দিবেন ও ৯৯৯ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এই জাতীয় জরুরি সেবাটি এখান থেকেই বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় পরিচালিত হবে।
আপনার প্রয়োজনে ৯৯৯ নম্বরে কল করলেই পেয়ে যাবেন পুলিশ, ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স এর সেবা। এই ৯৯৯ নম্বরটি সম্পূর্ণ ‘টোল ফ্রি’। কোন প্রকার খরচ ছাড়ায় জাতীয় জরুরি সেবা থেকে সেবা নেয়া যাবে। ২৪ ঘন্টায় সেবা দিতে প্রস্তুত এই কল সেন্টারের দায়িত্বে থাকা দক্ষ ও প্রশিক্ষিত বাংলাদেশ পুলিশের সদস্যরা।