ডিএমপি নিউজ রিপোর্ট: আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ক্লাশ। ১৯ মার্চ তাদেরকে প্রকেশিকা অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তবে আবাসিক এই বিশ্ববিদ্যালয়টিতে সাম্প্রতিক সময়ে ব্যাপক সিট সংকটের কারণে ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য হলে সীট বরাদ্দ দিতে সক্ষম হয়নি। ফলে তাদেরকে হলগুলির গণরুমে (কমন রুম) মেঝেতে থাকতে হবে নচেৎ ক্যাম্পাসের বাইরে থেকে যাতায়াত করতে হবে। পরবর্তীতে হলে আসন শূণ্য হলে স্ব স্ব হলপ্রভোস্ট নতুন শিক্ষার্থীদেরকে সিট বরাদ্দ দেবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঢাকা শহরে বসবাসরত শিক্ষার্থীদের জন্য আলাদা বাসের ব্যবস্থা করা হয়েছে। এসব বাসগুলোর মধ্যে ২টি (রুট-ক) মানিকমিয়া এভিনিউ থেকে সকাল সাড়ে ৭টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে আবার বিকেল ৩টায় ক্যাম্পাসহতে মানিকমিয়া এভিনিউর উদ্দেশ্যে যাতায়াত করবে।
অন্যদিকে (রুট-খ) ১টি বাস সকাল ৭টায় এয়ারপোর্ট থেকে ক্যাম্পাসের এবং বিকেল ৩টায় ক্যাম্পাস থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাতায়াত করবে। তবে শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়টির সাপ্তাহিক ছুটি থাকার কারণে বিশেষ এ বাস চলাচল বন্ধ থাকবে।
প্রসঙ্গত, এ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টিতে ৬টি অনুষদ ও ২টি ইনস্টিটিউটভুক্ত ৩৬টি বিভাগে মোট ২০৩০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। এছাড়া মুক্তিযোদ্ধা, উপজাতি, প্রতিবন্ধী ও পোষ্য কোটায় আরো ২০০জন শিক্ষার্থী ভর্তি হতে পারে বলে জানিয়েছেন ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী। তবে কোটার ভর্তির প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি।