যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যগে এবার মাদক মুক্ত সামজ গড়তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) টুর্নামেন্ট করতে যাচ্ছে। আগামীকাল টাংগাইলে ম্যাচ দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) বিভাগে উপজেলা পর্যায়ে ৪৮২৮টি, জেলা পর্যায়ে ৫৮১টি, বিভাগীয় পর্যায়ে ৬৮টি, ও জাতীয় পর্যায়ে ৮টি দলের সর্বমোট ১,১৩,০৫০ জন খেলোয়াড় অংশ গ্রহণ করবে।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭)- বিভাগে জেলা পর্যায়ে ৫৮১ টি, বিভাগীয় পর্যায়ে ৬৮ টি ও জাতীয় পর্যায়ে আট টি দলে মোট ১১৮২৬ জন খেলোয়াড় অংশ গ্রহণ করবে।