‘সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসদ সদস্যদের (এমপি) ভূমিকা’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালা রোববার সকাল ১০টায় রাজধানীর ধামন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
শনিবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কর্মশালা উদ্বোধন করবেন। কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আগামী ৯ মে কর্মশালা শেষ হবে।