ই-কমার্স এখন অতি পরিচিত একটি শব্দ। বিশেষ করে তরুণ প্রজন্ম এবং শিক্ষিত শ্রেণির মানুষের মধ্যে ই-কমার্সের প্রচলন বেশি। আজকাল স্বল্পশিক্ষিত মানুষজনদের মধ্যেও এই ই-কমার্স অপরিচিত বা অজানা বিষয় নয়।
দিনে দিনে ই-কমার্স বেশ প্রচলিত এবং জনপ্রিয় বিষয় হয়ে উঠেছে অর্থনীতি এবং ব্যবসা-বাণিজ্যে। পণ্যের সহজপ্রাপ্যতা ও সহজলভ্যতা মানুষের মধ্যে ভোগ প্রবণতা বৃদ্ধি করে। আর এ দুটি কাজেই সহায়ক ভূমিকা পালন করতে পারে ই-কমার্স।
বাণিজ্যিক আমদানিকারক থেকে শুরু করে ভ্রমণকারীর পণ্যও এখন অনলাইনে বিক্রি হচ্ছে। কেউবা বিশাল পরিসরে নিজস্ব অনলাইন পোর্টালে বিক্রি করছে। আবার কেউ কেউ বেছে নিয়েছে ফেসবুক বা অন্য কোনো সামাজিক মাধ্যমকে।
ই-কমার্সে বিক্রেতা ও ক্রেতার সংখ্যা হু হু করে বেড়ে চলেছে। যার প্রেক্ষিতে বাজারে তৈরি হয়েছে প্রতিযোগিতা। যার ফলে প্রতিযোগিতামূলক মূল্যেই ক্রেতারা পণ্য কেনার সুযোগ পাচ্ছে। এভাবে বাড়ছে ভোগের পরিমাণও।
পণ্যের ক্রমাগত ঊর্ধ্বমুখী চাহিদা বৃহদায়তন উত্পাদন ও আমদানির পথকে সুগম করছে। বৃদ্ধি পাচ্ছে ব্যবসার পরিধি। তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানের সুযোগ। সবকিছু মিলিয়ে অর্থনীতিতে বয়ে আনছে ইতিবাচক গতি। তাই ই-কমার্সই বদলে দিতে পারে আমাদের আগামী দিনের অর্থনীতি।