আগামী বছর ৫ জানুয়ারি বিপিএলের ষষ্ঠ আসর শুরু হবে । ৮ ফেব্রুয়ারি হবে ফাইনাল খেলা। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ধরে জানুয়ারি-ফেব্রুয়ারিতেই ঠিক করা হয় সূচি। সেক্ষেত্রে বিপিএলের সপ্তম আসর আর আগামী বছর নাও হতে পারে।
রবিবার সন্ধ্যায় ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনায় বসে বিপিএল গভর্নিং কাউন্সিল। সেই বৈঠক শেষে কাউন্সিলের সদস্য ও বিসিবির পরিচালক জালাল ইউনুস এই তথ্য জানিয়েছেন। একই সঙ্গে আসন্ন বিপিএলে বিদেশি প্রত্যেক দল চারজন করে বিদেশি ক্রিকেটার ধরে রাখতে পারবে বলেও জানান তিনি।
জালাল ইউনুস বলেন, আসছে অক্টোবরে কোন একদিন হবে প্লেয়ার্স ড্রাফট।
তাছাড়া ড্রাফটের বাইরে দলগুলো কয়জন ক্রিকেটার নিতে পারবে সেটিও বেঁধে দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানান জালাল ইউনুস। গত আসরের মতো এবারও খেলা হবে তিনটি ভেন্যুতে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে।