জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় তৃতীয়বারের মতো শুরু হচ্ছে জাতীয় অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। ৬ টি ভেন্যুতে অংশ নিচ্ছে ৩৫ জেলা, যা দ্বিতীয় আসরের চেয়ে ৩টি কম। রোববার ৪ ভেন্যুতে মাঠে গড়াচ্ছে বালিকাদের এ টুর্নামেন্ট। বন্যার কারণে ৩ দিন পিছিয়েছে গাইবান্ধা ও যশোর ভেন্যুর খেলা।
প্রতি ভেন্যুর চ্যাম্পিয়নের সঙ্গে সেরা দুই রানার্সআপ দল উঠবে চূড়ান্ত পর্বে। শিরোপা নির্ধারণী এ পর্ব ঢাকায় অনুষ্ঠিত অক্টোবরে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ৫০ হাজার ও রানার্সআপ দল ২৫ হাজার টাকা প্রাইজমানি পাবে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা পাবেন ৫ হাজার টাক করে।
আঞ্চলিক পর্বে দলগুলো অংশগ্রহণের জন্য পাবে ১৫ হাজার টাকা করে। উইনিংমানি হিসেবে থাকছে ৫ হাজার টাকা। আয়োজকরা পাবে ৩০ হাজার টাকা। চূড়ান্ত পর্বে টাকার পরিমান বাড়বে-৮ দল পাবে ২৫ হাজার টাকা করে।
টুর্নামেন্ট উপলক্ষ্যে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও এ টুর্নামেন্ট আয়োজনের জন্য জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) বরাদ্দ ৩০ হাজার মার্কিন ডলার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু ও মহিলা কমিটির সদস্য নাসরিন আক্তার বেবী।
অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে-
রাজশাহী ভেন্যু : রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, চাপাইনবাবগঞ্জ ও নওগাঁ।
শেরপুর ভেন্যু : ময়মনসিংহ, গাজীপুর, জামালপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল ও শেরপুর।
রাজবাড়ী ভেন্যু : রাজবাড়ী, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, বরগুনা ও মানিকগঞ্জ।
গাইবান্ধা ভেন্যু : গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও দিনাজপুর।
লক্ষ্মীপুর ভেন্যু : লক্ষ্মীপুর, সিলেট, কুমিল্লা, নোয়াখালী ও ফেনী।
যশোর ভেন্যু : যশোর, নড়াইল, মাগুরা, পটুয়াখালী, সাতক্ষীরা ও খুলনা।