প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে আজ বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন ‘সিংহম’ অভিনেত্রী কাজল আগরওয়াল। কাজল আগেই জানিয়েছেন, ব্যবসায়ী গৌতম কিচলুকেই জীবনসঙ্গী হিসাবে বেছেছেন তিনি। গৌতম একজন ইন্টিরিয়ার ডিজাইনার ও একটি অনলাইন স্টোর চালান। মুম্বইতেই খুব স্বল্পসংখ্যক আত্মীয় ও বন্ধু নিয়ে বিবাহের উৎসব হবে আজ।
বিয়ে নিয়ে ব্যাপক উৎসাহী কাজল। সম্প্রতি সোশ্যল মিডিয়াতে নিজের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ‘কিঁউ হো গ্যায়া না’ ছবির মধ্যে দিয়ে প্রথম বলিউডে পা রাখেন কাজল। ২০০৭ সালে তেলুগু ছবি ‘রেশমী কল্যানম’ ছবিতে অভিনয় করেন তিনি।
‘মাগাধীরা’ ছবিটি কাজলের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। দক্ষিণী ছবিতে মন দেন তিনি। ২০১১ সালে ‘সিংহম’ ছবিতে অজয় দেবগাণের বিপরীতে অভিনয় করেন। অক্ষয় কুমারের বিপরীতেও অভিনয় করেছেন কাজল। লকডাউন পরিস্থিতিতে আপাতত আটকে রয়েছে তার ছবির কাজ।