বিশ্বের সব ক্লাবের বিপক্ষেই লিওনেল মেসি গোল করেছেন। অথচ চেলসির বিপক্ষে গোল করতে পারেন না! এক-দুটি ম্যাচ হলে না হয় ওই ইংলিশ ক্লাবের বিপক্ষে আট ম্যাচে গোল করতে পারেননি! অবশেষে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে স্টামফোর্ড ব্রিজে গিয়ে গোল করেছেন। প্রথম লেগ শেষ হয়েছে ১-১ ড্রতে। আজ ঘরের মাঠ নু ক্যাম্পে তাই ফেভারিট হিসেবেই মাঠে নামবে বার্সা।
অনেকবারই এই ইংলিশ ক্লাবটিকে হারাতে পারেনি বার্সা। সবচেয়ে ট্র্যাজিক ২০১১-১২ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল। নিরঙ্কুশ ফেভারিট থাকার পরও চেলসির মাঠ থেকে বার্সা হেরে আসে ০-১ গোলে। এরপর নু ক্যাম্পে ২-২ গোলের ড্র। দুই লেগ মিলিয়ে ২-৩ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বার্সা। দ্বিতীয় লেগ শেষ হওয়ার তিন দিন পর পেপ গার্দিওলা ঘোষণা দেন, বার্সার কোচ হিসেবেই সেটি তাঁর শেষ মৌসুম।