জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের জন্মদিন আজ (৪ অক্টোবর)। ১৯৬৭ সালের আজকের এই দিনে সিরাজগঞ্জ শহরে অভিনেতা জন্মগ্রহণ করেন তিনি। ৫০ পেরিয়ে ৫১-তে পা রাখছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতা।
৯০ দশক থেকে দেশের প্রথমসারির অভিনেতাদের একজন হিসেবে কাজ করছেন জাহিদ হাসান। অভিনয় জীবনের শুরু থেকে ভিন্নধর্মী নাটক ও চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন।
এছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয়েও সুনাম কামিয়েছেন। বিশেষ করে হুমায়ূন আহমেদ পরিচালিত শ্রাবণ মেঘের দিন, মোস্তফা সরায়ার ফারুকীর মেড ইন বাংলাদেশ, মোস্তফা কামাল রাজের প্রজাপতি তার অভিনীত অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র।
শুধু অভিনেতা নয়, জাহিদ হাসান খ্যাতি পেয়েছেন নির্মাতা হিসেবেও। তার পরিচালিত দুটি জনপ্রিয় ধারাবাহিক নাটক হচ্ছে লাল নীল বেগুনী, টোটো কোম্পানি। এছাড়া অসংখ্য দর্শক নন্দিত খণ্ড নাটক তিনি বানিয়েছেন।
নাটক এবং চলচ্চিত্রে বিভিন্ন ধারার চরিত্রে অভিনয় করেন জাহিদ হাসান। তবে দর্শকের কাছে তার অন্যান্য চরিত্রগুলোর পাশাপাশি কৌতুক চরিত্রগুলো বেশি আদরণীয়। প্রতিষ্ঠিত মডেল মৌ-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ জাহিদ হাসানের রয়েছে দুই সন্তান। মেয়ের নাম পুস্পিতা এবং ছেলের নাম পূর্ণ।
জন্মদিন প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘প্রত্যেক মানুষের জন্মের একটা আলাদা সৌন্দর্য আছে। আমি যখন এই পৃথিবীতে আসি তখন হয়তো আমার এই পৃথিবীতে আসা নিয়েও এক আলাদা সৌন্দর্য ছিল। আমি তাই বিশ্বাস করি। মানুষের জন্মের যেমন আলাদা সৌন্দর্য আছে, মৃত্যুরও সৌন্দর্য আছে। তাই এই পৃথিবীতে মানুষ যতদিন বাঁচে এই বেঁচে থাকাই যেন এক আলাদা সৌন্দর্য। আমি আমার জীবন নিয়ে সন্তুষ্ট। এক জীবনে যা পেয়েছি তাতেই সন্তুষ্ট আমি। আল্লাহর কাছে লাখ শুকরিয়া যে, তিনি আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সবার দোয়া ও ভালোবাসার মাঝেই আমি বেঁচে থাকতে চাই।