পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-বরিশাল রুটে আজ থেকে লঞ্চের আগাম টিকিটের জন্য আবেদন (স্লিপ) জমা নেয়া হবে। যদিও এদিন কার্যক্রমটি শুধু ক্রিসেন্ট শিপিং লাইন্সের সুরভী লঞ্চ কর্তৃপক্ষ শুরু করতে যাচ্ছে।
বাকি কোম্পানিগুলোর মধ্যে সুন্দরবন নেভিগেশন এ প্রথায় স্লিপ জমা নেবে। তবে তারা এখনো তারিখ নির্ধারণ করতে পারেনি।
এ ব্যাপারে সুরভী লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কেবিনের টিকিটের জন্য আবেদন (স্লিপ) জমা নেবে ৮ আগস্ট থেকে, যা চলবে ১১ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত।
সুরভী ও সুন্দরবন ব্যতীত অন্য বেশির ভাগ লঞ্চ কোম্পানি স্লিপ ছাড়া আগে এলে আগে পাবেন ভিত্তিতে ঈদুল আজহায় ঘরমুখো মানুষের জন্য লঞ্চের টিকিট বিক্রি করবে।