যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আজ ১ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) শুরু হবে।
১ সেপ্টেম্বর নেত্রকোনার বারহাট্টা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলা শুরু হবে। ইউনিয়ন, উপজেলা, জেলার পর বিভাগ, চার ধাপের টুর্নামেন্টে সাড়ে পাঁচ হাজার দলের সোয়া লাখ অনূর্ধ্ব—১৭ বছরের খেলোয়াড় অংশগ্রহণ করবে।
জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার জানান, ১৫ কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। বাছাই করা প্রতিভাবান ৪০ ফুটবলার প্রশিক্ষণের জন্য বাফুফের হাতে কিংবা ভর্তি যোগ্য হলে বিকেএসপিতে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপ-মন্ত্রী আরিফ খান জয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি উপস্থিত ছিলেন।