আজ ও আগামীকাল দুই দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীনের দশম মৃত্যুবার্ষিকী স্মরণে নাট্যসংগঠন স্বপ্ন দল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব-২০১৮’ শুরু। নাট্যাচার্যকে নিয়ে স্বপ্ন দলের নিয়মিত উৎসবের ১৭তম এ আসরের স্লোগান ‘রবীন্দ্রনাথ সেলিম আল দীন দু’হাত ধরে রয়, বাংলা নাট্যের সম্মুখযাত্রা নিশ্চিত-নির্ভয়’। উৎসবে স্বপ্ন দলের নাট্য প্রযোজনা ‘হেলেন কেলার’ ও ‘হরগজ’ মঞ্চায়ন ছাড়াও থাকছে বিশেষ বক্তৃতানুষ্ঠান, আলোচনা, স্মরণ-শোভাযাত্রা, সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ, নাট্যাচার্যের প্রতিকৃতিসহকারে শিল্পকলা চত্বর সজ্জা প্রভৃতি।
সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটারে মঞ্চায়িত হবে স্বপ্ন দল প্রযোজনা অপূর্ব কুমার কুণ্ডের রচনা, জাহিদ রিপনের নির্দেশনা এবং জুয়েনা শবনমের একক-অভিনয়ে মনোড্রামা ‘হেলেন কেলার’। নাট্যাচার্যের মৃত্যুদিবস আগামীকাল সকালে থাকবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা থেকে বাসযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাত্রা এবং সাড়ে ৯টায় ক্যাম্পাসের পুরাতন কলাভবন থেকে নাট্যাচার্যের সমাধি অভিমুখে স্মরণ শোভাযাত্রা ও পুষ্পাঞ্জলি অর্পণ। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় এক্সপেরিমেন্টাল থিয়েটারে রয়েছে স্বপ্ন দল প্রযোজনা জাহিদ রিপনের নির্দেশনায় নাট্যাচার্য সেলিম আল দীনের ‘হরগজ’-এর মঞ্চায়ন।