বিশ্বকাপের তৃতীয় ম্যাচে আজ (১ জুন) শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। কার্ডিফে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় মাঠে গড়াবে দুই দলের প্রথম ম্যাচটি।
বিশ্বকাপে এখন পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড। যার মধ্যে শ্রীলঙ্কা ছয়বার ও নিউজিল্যান্ড চার বার জয় পেয়েছে।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশঃ দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমাল, নুয়ান প্রদিপ, জেফরি ভেন্ডারসেই।
নিউজিল্যান্ড সম্ভাব্য একাদশঃ মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম /হেনরি নিকোলস, রস টেইলর, টম ব্ল্যান্ডেল (উইকেটরক্ষক), জিমি নিশাম, কোরি অ্যান্ডারসন, মিচেল স্যান্টনার/ইশ সোধি, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি।
এরই মধ্যে বিশ্বকাপের দুটি ম্যাচ শেষ হয়েছে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ইংল্যান্ড। আর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।