এক মাস চারদিন পরে বাণিজ্যমেলার পর্দা নামছে আজ। শেষ হচ্ছে ক্রেতা-বিক্রেতার মহা মিলনমেলা। আগারগাঁওস্থ মেলা প্রাঙ্গণ এতদিন ছিল রমরমা। মাসব্যাপী এ মেলা শেষ হওয়ার কথা ছিল ৩১শে জানুয়ারি, যা পরবর্তীতে ৪ঠা ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়। এ বছর মেলায় বিক্রির হার গত বছর থেকে বেশি হয়েছে বলে জানান মেলা কর্তৃপক্ষ। ২০১৮ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় মোট টার্গেট বিক্রি ধরা হয়েছিল ১৫০ কোটি টাকা, যা ইতিমধ্যে ছুঁয়েছে।
মেলা সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার সফলভাবে সমাপ্তি টানাটা আমাদের জন্য ছিল প্রথম চ্যালেঞ্জ। এবছর বাণিজ্যমেলায় বিক্রির টার্গেট লক্ষ্যে আমরা প্রায় পৌঁছে গেছি। রপ্তানি আদেশ আগের থেকে বাড়বে বলে আমি মনে করি। মেলার সর্বশেষ হিসেব সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ঘোষণা দিবেন। এবছর শুরু থেকেই মেলার পরিবেশ ছিল ভালো।