বিশ্বকাপের ৩৪ তম ম্যাচে আজ বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি ভারত। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। এদিকে আর একটি মাত্র জয় পেলেই সেমিফাইলালের টিকেট নিশ্চিত হবে ভারতের। আজ সেমিফাইনালে ওঠার জন্য জয় ছাড়া অন্য কোনও ভাবনা মাথায় আনার উপায় নেই ক্যারিবীয়দের।
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের ভাগ্য ঝুলে আছে সুতোর উপর। আজ হারলেই টুর্নামেন্ট থেকে আনুষ্ঠানিক বিদায় হবে তাদের। অবশ্য ভারতকে যদি উইন্ডিজরা হারিয়ে দিতে পারে তবেই জমে উঠবে শেষ চার ওঠার লড়াই।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে পরিসংখ্যান দেখলে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যে পার্থক্য করা মুশকিল। আর সেটা বর্তমান সময়ের সঠিক চিত্রও তুলে ধরে না।
ওয়ানডেতে মুখোমুখি ১২৬ দেখায় ভারতের চেয়ে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের ৫৯ জয়ের দেখার বিপরীতে উইন্ডিজদের জয় ৬২ ম্যাচে। বাকি ৫ ম্যাচের ৩টি ফলহীন, ২টি টাই।
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের তুলনায় এগিয়ে ভারত। দু’দলের ৮ দেখায় ভারতের জয় ৫ ম্যাচে। আর ক্যারিবীয়দের ৩ ম্যাচে।
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ: জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, শেল্ডন কটরেল, ক্রিস গেইল, শাই হোপ (উইকেটরক্ষক), কেমার রোচ, ওশানে টমাস, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমেয়ার, এভিন লুইস, নিকোলাস পুরান।
ভারতের সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিজয় শংকর, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, যুজভেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া।