বাংলাদেশের ১১তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব গত শনিবার বিকালে উদ্বোধন হয়েছে। এরইমধ্যে বেশকিছু ভেন্যুতে শুরু হয়েছে শিশু চলচ্চিত্র প্রদর্শনী। ২রা ফব্রুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। এবার ৫৮টি দেশের দু’শতাধিক ছবি দেখানো হবে। প্রতিটি প্রদর্শনীতে একসঙ্গে কয়েকটি করে ছবি দেখানো হবে।
এবার উৎসব বেশ জমে উঠেছে। এ উৎসবের সব প্রদর্শনী শিশু, অভিভাবকসহ সবার জন্য উন্মুক্ত। ছবির পুরো সূচি পাওয়া যাবে উৎসবের ওয়েবসাইটে। আজকের সূচিতে শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারে থাকছে ভারতের ৯০ মিনিটের ছবি ‘ইস্যু’, এরপর থাকছে ইরানের ছবি ‘স্কুল মাস্টার’, মেক্সিকোর ‘সানতা মারিয়া ডাইনিং রুম’, আমেরিকার ছবি ‘কারমা’ এবং ‘স্টারস’। শাহবাগের জাতীয় জাদুঘরে বেশকিছু ছবি দেখানো হবে আজ বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এর মধ্যে ‘চাইল্ড ফিল্মমেকার সেকশন’-এ দেখানো হবে ‘কাঁটাতার’, ‘ফিল্ম ক্রেজি’, ‘কল রেকর্ড’, ‘জার্নি বাই লাইফ’, ‘লাইফ উইদাউট ড্রিমস’, ‘রিচার্জ’, ‘ওয়ান টু থ্রি’ এবং ‘টু দ্য চিলড্রেন অফ প্যালেস্টাইন’ নামের ছবিগুলো। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দেখানো হবে সকাল ১১টায় ভারতের ‘ট্রিস’, রাশিয়ার ‘হ্যামলেট কমেডি’, ভেনিজুয়েলার ‘হোল্ড’, ভারতের ‘কাফাল’ নামের ছবি। আর দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেখানো হবে পাকিস্তানের ‘লাস্ট ড্রপ’, ইন্দোনেশিয়ার ‘টিমুন মাস’, বুলগেরিয়ার ‘বুদ্ধ অ্যান্ড দ্য এলিয়েনস’, ভারতের ‘থান্ডু’, ইজিপ্টের ‘ফার্স্ট ফিঙ্গারপ্রিন্ট’, আর্জেন্টিনার ‘দ্য গার্ল আন্ডার দ্য রেইন’, ইউকের ‘ভিসিটিং চার্লি’, ভারতের ‘ইন লাভিং মেমরি’, ইরাকের ‘ক্যাপিটাল এডেল’, জার্মানির ‘বাকা’। বিকাল ৪টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত দর্শকরা দেখতে পাবেন স্পেনের ‘ওয়ার্ডস অফ ক্র্যামেল’, স্পেনের ‘সামথিং ইন দ্য ডার্কনেস’, ব্রাজিলের ‘সালা’ এবং ভারতের ‘ঘুনগ্রো’ ছবিগুলো। এছাড়া ব্রিটিশ কাউন্সিল, গ্যাটে ইনস্টিটিউট, অলিয়ঁস ফ্রঁসেজে বেশকিছু ছবি প্রদর্শন হবে।