২৯ জুলাই থেকে ঈদুল আজহা উপলক্ষে চলছে রেলের অগ্রিম টিকিট বিক্রি। আজ শুক্রবার (২ আগস্ট) ট্রেনের টিকিট বিক্রির শেষ দিন। শেষ দিনের টিকিট পেতে রাত থেকেই কমলাপুরে ভীড় জমিয়েছেন টিকিট প্রত্যাশীরা।
নির্দিষ্ট সময়েই শুরু হয়েছে টিকিট বিক্রির কার্যক্রম। টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। লাইনের পাশাপাশি অনলাইন ও অ্যাপসের মাধ্যমেও যারা টিকিট কিনতে পারেননি তারাও লাইনে দাঁড়িয়েছেন কাঙ্ক্ষিত টিকেট পাওয়ার জন্য।
শেষ দিনে (শুক্রবার) বিক্রি করা হচ্ছে ঈদের আগের দিন অর্থাৎ ১১ আগস্টের টিকিট।
কমলাপুর স্টেশন ছাড়াও বিমানবন্দর, বনানী, তেজগাও ও ফুলবাড়িয়া স্টেশন থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে।
ঈদ শেষে ফিরতি টিকিটের ক্ষেত্রে যারা ৫ আগস্ট টিকিট সংগ্রহ করবেন তারা ১৪ আগস্ট, যারা ৬ আগস্ট টিকিট সংগ্রহ করবেন তারা ১৫ আগস্ট, যারা ৭ আগস্ট টিকিট সংগ্রহ করবেন তারা ১৬ আগস্ট, যারা ৮ আগস্ট টিকিট সংগ্রহ করবেন তারা ১৭ আগস্ট, যারা ৯ আগস্ট টিকিট সংগ্রহ করবেন তারা ১৮ আগস্ট ভ্রমণ করতে পারবেন। বরাবরের মতো এবারও একজন যাত্রী চারটির বেশি টিকিট সংগ্রহ করতে পারবেন না এবং ঈদের অগ্রিম বিক্রিত টিকিট ফেরত নেয়া হবে না।