ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, আঞ্চলিক প্রভাব নিয়ে ইউরোপের দেশগুলোর সঙ্গে কোনো রকমের আলোচনায় বসেনি তেহরান।
মধ্যপ্রাচ্যে ইরানের ভূমিকা নিয়ে ইউরোপের কয়েকটি দেশের সাথে ইরান আলোচনা শুরু করেছে বলে পশ্চিমা কয়েকজন কূটনীতিক সম্প্রতি দাবি করেছেন। এরপর রবিবার সকালে একথা বলেন বাহরাম কাসেমি।
কাসেমি বলেন, ইরান এবং ইউরোপের কয়েকটি দেশ বহু বছর ধরে আঞ্চলিক বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করলেও মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব সম্পর্কে কারো সাথে কোনো আলোচনা হয়নি। ইউরোপের দেশগুলোর সাথে মধ্যপ্রাচ্যের নানা ইস্যু নিয়ে আলোচনা নতুন কোনো বিষয়ও নয়।
কাসেমি আরও জানান, সম্প্রতি মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনের অবকাশে ইউরোপের কয়েকটি দেশের সাথে ইয়েমেন ইস্যু নিয়ে আলোচন করেছে ইরান। তবে সে আলোচনা ইয়েমেনে মানবিক ত্রাণ পাঠানো ও দারিদ্রপীড়িত দেশটির ওপর সৌদি আরবের বর্বর সামরিক আগ্রাসন অবসানের বিষয়ে সীমাবদ্ধ ছিল।