মাদকদ্রব্য চোরাচালানের অভিযোগে আটক রবার্ট লওয়েড শেলেনবার্গকে ক্ষমা করে দেয়ার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে কানাডা। চীনের বিচার ব্যবস্থার সার্বভৌমত্বের ওপর সম্মান দেখানোর জন্য কানাডার প্রতি বেইজিং আহ্বান জানানোর পর অটোয়া আটক রবার্ট শেলেনবার্গকে ক্ষমা করার জন্য এই আহ্বান জানালেন।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, অটোয়া কর্তৃপক্ষ এরইমধ্যে কানাডায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছে এবং রবার্টকে ক্ষমার অনুরোধ জানানো হয়েছে। গত সোমবার চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় দালিয়ান প্রদেশের একটি আদালত রবার্টকে মাদক চোরাচালানের জন্য মৃত্যুদণ্ডের আদেশ দেয়।
আদালতের এ রায় সম্পর্কে ফ্রিল্যান্ড বলেন, “আমরা মনে করি এটা অমানবিক ও অন্যায়। যেখানেই মৃত্যুদণ্ডের শাস্তি দেয়া হয় সেখানেই কানাডা তার বিরুদ্ধে কথা বলে।”
রবার্ট শেলেনবার্গ প্রথমে ১৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন কিন্তু পরে নতুন বিচারে তার মৃত্যুদণ্ড দেয়া হয়। চীনা আদালতের মৃত্যুদণ্ডের বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ওইদিনই বলেছেন, “এটা আবেগ-নির্ভর বিচার।”