আটলান্টিক মহাসাগরে একটি নৌকা ডুবে নারী ও শিশুসহ অন্তত ৫৮ জনের মৃত্যু হয়েছে। পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ার শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে এ মৃত্যুর ঘটনা ঘটে। নৌকাটির ৮৩ যাত্রী সাঁতরে তীরে আসতে সক্ষম হয়েছে। খবর আলজাজিরা।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা বুধবার এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, নৌকাটিতে ১৫০ জন শরণার্থী ছিল। নারী ও শিশুসহ শরণার্থী বোঝাই ওই নৌকাটি গত ২৭ নভেম্বর গাম্বিয়া থেকে রওনা করেছিল। জ্বালানি কম থাকায় একসময় এটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায় বলে শরণার্থীবিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) এক বিবৃতিতে জানিয়েছে।