ইসলামিক স্টেট (আইএস) প্রথমবারের মতো গোলযোগপূর্ণ আফ্রিকান দেশ সোমালিয়ায় আত্মঘাতী হামলা চালিয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দর নগরী বোসাসোর একটি চেকপয়েন্টে এই হামলায় পাঁচজন নিহত হয়েছে। বুধবার পুলিশ একথা জানিয়েছে।
জিহাদি গোষ্ঠীটির নিজস্ব ধাঁচের সংবাদ সংস্থা আমাকের বরাত দিয়ে সাইট ইন্টিলিজেন্স গ্রুপ জানিয়েছে, ‘এটি ছিল বিস্ফোরক শরীরে বেঁধে শহীদ হওয়ার অভিযান।’
মঙ্গলবার রাতে আধা-স্বায়ত্তশাসিত এলাকা পুন্টল্যান্ডের একটি চেকপয়েন্টে আত্মঘাতী ওই বোমা হামলাকারী তার শরীরে বেঁধে রাখা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মাদ দাহির আদান বলেন, ‘এই হামলায় এক নিরাপত্তা কর্মকর্তা ও চার বেসামরিক লোক নিহত হয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি হোটেলের কাছে বিস্ফোরণ ঘটানো হয়। হোটেলটিতে প্রায়ই স্থানীয় কর্মকর্তারা বৈঠক করেন।