ডিএমপি নিউজঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেমরা থানা পেল নতুন আধুনিক ভবন। ডেমরা থানার পুরাতন ভবনের পাশে নির্মিত হয়েছে আধুনিক সুবিধা সম্বলিত ডেমরা থানা ভবন। ৬ তলা বিশিষ্ট নতুন এই ভবন থেকে ডেমরা থানা এলাকাবাসীর সেবা দিবে।
আজ ( ৫মে, ২০১৯) বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডেমরা থানার নবনির্মিত ভবন এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এম.পি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন স্থানীয় সংসদ ঢাকা- ৫ আসনের সাংসদ আলহাজ হাবিবুর রহমান মোল্লা, বাংলাদেশ পুলিশ’র ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম। এছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ডেমরা থানার নতুন ভবন উদ্বোধন শেষে মাদক বিরোধী সভার আয়োজন করে ডিএমপি’র ওয়ারী বিভাগ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ থেকে ১৫-২০ বছরের আগেও পুলিশের থানা ও ব্যারাকের অবস্থা ভালো ছিল না। পুরাতন ও জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ দেশ সেবা করত। বর্তমান সরকার পুলিশের জন্য নতুন নতুন ব্যারাক ও থানা ভবন তৈরি করে দিচ্ছে। এই ডেমরা থানার নবনির্মিত ভবন তারই একটি অংশ। দুর্গম এলাকা থেকে রাজধানী প্রতিটি জায়গায় পর্যায়ক্রমে নতুন নতুন থানা ও ব্যারক ভবন তৈরি হচ্ছে। আমাদের উদ্দেশ্য পুলিশ ভালো পরিবেশে থেকে জনগণকে সর্বোচ্চ সেবা দিবে। ১০ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। বর্তমান পুলিশ জনবান্ধন ও জনগণের পুলিশ হয়ে কাজ করছে।
তিনি আরো বলেন, জঙ্গিবাদকে বাংলাদেশ পুলিশ জীবন দিয়ে দমন করেছে। জঙ্গিবাদ দমনে পুলিশকে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, ঠিক সেভাবে মাদক নির্মূলে সহযোগিতা করুন। মাদক একটি ভয়ঙ্কার নেশা। এই নেশা থেকে আমাদের ভবিষ্যত প্রজন্মকে এখনই রক্ষা করতে হবে। আপনার সন্তান, ভাই-বোন, আত্মীয় স্বজন কে কি করছে, সে দিয়ে বিশেষ নজর দিন। আপনাদের চোখ-কান খোলা রাখুন। কোন অস্বাভাবিক কিছু দেখলে পুলিশকে জানান।
এছাড়াও তিনি বলেন, নতুন এই থানা ভবন হওয়া, এখান থেকে জনসাধারণ তাদের আইনী সর্বোচ্চ সেবা পাবে বলে আশাবাদ ব্যক্ত করি। থানায় কেউ আসলে তাকে প্রাধান্য দিয়ে সর্বোচ্চ আইনী সেবা দিতে থানা পুলিশের প্রতি আহবান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্থানীয় সাংসদ হাবিবুর রহমান মোল্লা বলেন, আপনারা আমাকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আপনাদের কাছে আমার অনুরোধ মাদক, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পুলিশকে সর্বপ্রকার সহযোগিতা করুন। আপনারা পুলিশকে সহযোগিতা না করলে, পুলিশের একার পক্ষে শতভাগ সেবা দেয়া সম্ভব না। আমাদের এলাকার মানুষ পুলিশের যথেষ্ঠ ভালো সেবা পেয়ে থাকে। নতুন এই থানা ভবন থেকে যাতে এলাকার মানুষ সবদিকে সেবা পায়, সেদিকে নজর রাখবেন।
আইজিপি বলেন, ডেমরা থানা ঢাকা মহানগরীর একেবারে শেষ প্রান্তে। থানা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই থানা ভবনটি ছিল পুরাতন। বর্তমানে সুন্দর ও দৃষ্টিনন্দিত একটি থানা ভবন নির্মিত হয়েছে। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় জিরো টলারেন্স দেখাতে বলেছেন। আমরা সে মোতাবেক কাজ করছি। মাদক ব্যবসায়ী যেই হোক তাকে ছাড় দেয়া হবে না। কেউ যদি মাদককে ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায় আমরা তাকে সহযোগিতা করবো। আর যদি আমাদের সহযোগিতার এই সুযোগ উপেক্ষা করে মাদকের সাথে সম্পৃক্ত থাকে, তাদের জন্য রয়েছে কঠিন পরিনতি।
তিনি আরো বলেন, থানা হবে মানুষের আশ্রয়স্থল। বিপদগ্রস্থ কেউ থানায় আসলে তাকে সর্বাধিক প্রাধান্য দিয়ে তার কথা শুনতে হবে। দিতে হবে সর্বোচ্চ আইনী সেবা। নতুন থানা ভবন থেকে এই এলাকার মানুষ আরো ভালো আইনী সেবা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কমিশনার আরো বলেন, ডেমরা থানার নতুন ভবন নির্মিত হওয়া থানার সেবা গতি আরো বৃদ্ধি পাবে। থানায় এসে কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিকে সকলকে দৃষ্টি রাখতে হবে। থানা হবে সেবার কেন্দ্রবিন্দু। সেই লক্ষ্যে সকলকে কাজ করতে হবে। পরিশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ডিএমপি কমিশনার।
এর আগে প্রধান অতিথিকে ডেমরা থানা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয়। সেই সাথে বেলুন ও কবুতর উড়িয়ে থানার নাম ফলক উন্মোচন করে নতুন ভবনে ডেমরা থানার কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।