ডিএমপি নিউজঃ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিম(এবিটি) এর এক সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতারকৃতের নাম– মোঃ আমিনুল ইসলাম (২০)।
এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার (৫ আগস্ট) বেলা ৯.৪৫ টায় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও বিভিন্ন ধরণের উগ্রবাগী বই উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আমিনুল জানায়, জঙ্গী কার্যক্রমের মাধ্যমে কথিত ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করাই তাদের দলের মূল উদ্দেশ্যে।
গ্রেফতারকৃত আমিনুলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।