ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হলেন সৌরভ গাঙ্গুলী অধিনায়ক। দুই সপ্তাহ আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল, বিসিসিআইর মসনদে বসতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলী। সাবেক প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর এবং এন শ্রীনিবাসন মিলে বিসিসিআইয়ের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করে সৌরভকেই। এরপরই বিসিসিআইতে সভাপতি পদে মনোনয়ন জমা দেন সৌরভ। তার সঙ্গে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপতি পদে বিন প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়ে যান গাঙ্গুলি।
তবে আনুষ্ঠানিকতা বাকি ছিল। যা আজ নিশ্চিত হয়ে গেছে। বুধবার বিসিসিআই’র বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে বোর্ডের দায়িত্বভার গ্রহণ করলেন মহারাজ। একই সঙ্গে এ নিয়ে ৩৩ মাস (প্রায় তিন বছর) ধরে চলা সুপ্রিম কোর্ট নির্ধারিত সিওএ (কমিটি অব অ্যাডমিনিস্ট্রেশন) জমানার অবসান হলো।
৪৭ বছরের সৌরভ গাঙ্গুলি বিসিসিআই’র ৩৯তম সভাপতি নিযুক্ত হলেন। দ্বিতীয় ভারত অধিনায়ক হিসেবে বোর্ডের সর্বোচ্চ পদে আসীন হলেন মহারাজ। আগামী ৯ মাসের জন্য বোর্ড সভাপতির পদ অলংকৃত করবেন সাবেক ভারত অধিনায়ক। বোর্ডের সংবিধান অনুযায়ী আগামী বছর জুলাইয়ে সভাপতির দায়িত্ব ছেড়ে কুলিং–অফে যেতে হবে সৌরভকে।