ডিএমপি নিউজ রিপোর্ট: আন্তঃদেশীয় অপরাধ প্রতিরোধে আঞ্চলিক ও দ্বি-পাক্ষিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে ‘আন্তঃদেশীয় অপরাধঃ সার্ক প্রেক্ষিত’ (Transnational Cirme: SAARC Perspective) শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, এমপি প্রধান অতিথি হিসেবে আজ রোববার সকালে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ (পিএসসি) এর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এ কোর্সের উদ্বোধন করেন। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন পিএসসি’র রেক্টর এম সাদিকুর রহমান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা তথা সার্ক এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। দক্ষতা ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় অপরাধ হ্রাস করে এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় একমাত্র পুলিশ স্টাফ কলেজ হিসেবে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ পেশাদার ও দক্ষ পুলিশ বাহিনী গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক প্রশিক্ষণ আয়োজনেও পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ সক্ষমতা অর্জন করেছে।
বিশেষ অতিথির বক্তব্যে আইজিপি এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম বলেন, আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় ও সুসংহত করার উদ্দেশ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। যাতে দক্ষিণ এশীয় অঞ্চলের সন্ত্রাস, মানবপাচার, অস্ত্র ও মাদক পাচার প্রতিরোধে এ প্রশিক্ষণে অর্জিত জ্ঞানকে কাজে লাগানো যায়। তিনি বলেন, আন্তঃদেশীয় অপরাধ দমনে সার্ক অঞ্চলে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করতে হবে।
আইজিপি বলেন, গত মাসে বাংলাদেশে Chiefs of Police সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্মেলনের যৌথ ঘোষণায় সন্ত্রাস ও অপরাধ দমন বিষয়ে এ অঞ্চলের মনোভাব ও প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশে আইপিইউ সম্মেলন চলছে। সেখানেও বাংলাদেশ জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান তুলে ধরছে।
সভাপতির বক্তব্যে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ এর রেক্টর মো. সাদিকুর রহমান সার্কভুক্ত দেশসমূহের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সার্কভুক্ত দেশসমূহকে প্রশিক্ষণার্থী প্রেরণের জন্য ধন্যবাদ জানান।
দুই সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে সার্কের সদস্য বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, ভারত এবং শ্রীলঙ্কার পুলিশ সুপার/সমমর্যাদার ১৮ জন পুলিশ কর্মকর্তা অংশ নিচ্ছেন। এর মধ্যে বাংলাদেশের ১০ জন, মালদ্বীপের ২ জন, ভুটানের ২ জন, ভারতের ২ জন, শ্রীলঙ্কার ২ জন কর্মকর্তা রয়েছেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণসহ বিভিন্ন ক্ষেত্রের প্রথিতযশা ব্যক্তিবর্গ রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণে বক্তব্য রাখবেন।
অনুষ্ঠানে সিআইডির অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, অতিরিক্ত আইজিপি ফাতেমা বেগম, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, রেলওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি মোঃ আবুল কাশেমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ স্টাফ কলেজে বাংলাদেশ এর অনুষদ সদস্যবর্গ এবং প্রশিক্ষণার্থী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।