বাংলাদেশ পুলিশ আরচ্যারি ক্লাবের খেলোয়ারদের ক্রীড়া নৈপূণ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরো একবার বাংলাদেশ পুলিশ বাহিনীর সাফল্য অর্জিত হলো।
বাংলাদেশ পুলিশ আরচ্যারি ক্লাবের খেলোয়ার হাকিম আহমেদ রুবেল দুবাইয়ে অনুষ্ঠিত আরচ্যারি এশিয়া কাপ স্টেজ ৩ রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে ভিয়েতনামের Nong Van Ling, দুবাইয়ের Asad Bin Abdhullah, হংকংয়ের Wan Chun Kit, ভারতের Akash-কে পরাজিত করেছে। তিনি সেমিফাইনালে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে কোরিয়ার Kang Minseung-কে ৬-৫ পয়েন্টে হারিয়ে ফাইনালে যাওয়ার গৌরব অর্জন করেছে।
হাকিম আহমেদ রুবেল আগামী ২৫ ডিসেম্বর কাজাখস্তানের Abdullin Ifat এর বিপক্ষে ফাইনালে লড়বে।