২৩তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আগামী ১০ই নভেম্বর। আর এবারের এ উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে বাংলাদেশের বিশিষ্ট পরিচালক আবু সাইয়ীদের গণ-অর্থায়নে নির্মিত ছবি ‘একজন কবির মৃত্যু’র।
তিনি বলেন, ছবিটির নির্মাণ কাজ শেষে গত ৯ই অক্টোবর সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। ১৫ই অক্টোবর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে আনকাট সেন্সর সার্টিফিকেট দেন। নিরীক্ষাধর্মী এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে আগামী ১০-১৭ই নভেম্বর অনুষ্ঠেয় ২৩তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ‘একজন কবির মৃত্যু’ ছবিটি এই উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ‘ইনোভেশন ইন মুভিং ইমেইজ’-এ প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।
৫ সদস্যের একটি আন্তর্জাতিক জুরি বোর্ড এই বিভাগে নির্বাচিত ছবিসমূহের মধ্য থেকে ৩টিকে পুরস্কৃত করবেন। সেরা ছবি, সেরা পরিচালক এবং স্পেশাল জুরি অ্যাওয়্যার্ড পুরস্কারপ্রাপ্তদের গোল্ডেন রয়েল বেঙ্গল টাইগার প্রদান করা হবে। আমি ছবিটি নিয়ে আশাবাদী। ছবির গল্প নিয়ে তিনি আরো বলেন, ঢাকা শহরের আকাশে রাতের বেলা কোনো তারা দেখা যায় না। তারার সঙ্গে যোগাযোগের বাধা হয়ে দাঁড়িয়েছে এক ধূসর আবরণ, যার মূল কারণ প্রাকৃতিক দূষণ। প্রকৃতিপ্রেমি কবি আবিদ হায়দার এই প্রাকৃতিক বিপর্যয়ে মর্মাহত। দূষণমুক্ত প্রকৃতি তার কাম্য। তিনি প্রাণভরে রাতের আকাশের তারা উপভোগ করতে চান। তিনি মনে করেন এটি তার এবং পরবর্তী প্রজন্মের অধিকার। তাই মৃত্যুর পরেও এই দাবি থেকে সরে আসতে চান না তিনি।
এদিকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ উৎসবে অংশ নেয়ার জন্য পরিচালক আবু সাইয়ীদ, এ ছবির অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী আইরিন সুলতানাকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানিয়েছেন। উল্লেখ্য, ২০১৫ সালের ৭ই অক্টোবর রাজধানীস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার হলে এক সংবাদ সম্মেলন ও সেমিনারের মধ্য দিয়ে গণ-অর্থায়নে চলচ্চিত্র নির্মাণের এই যাত্রা শুরু হয়।
ওইদিন নির্মাতা আবু সাইয়ীদ গণ-অর্থায়নে চলচ্চিত্র নির্মাণের বিস্তারিত তুলে ধরেন এবং মূল প্রবন্ধ পাঠ করেন গবেষক-প্রাবন্ধিক আহমদ মাযহার ও সভাপতিত্ব করেন প্রাবন্ধিক মফিদুল হক।