ডিএমপি নিউজঃ বর্ণাঢ্য ক্যারিয়ারে গৌরবময় পথচলায় আরও একটি কীর্তিতে ভাগ বসালেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইতিহাসের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের রেকর্ড স্পর্শ করলেন পর্তুগালের এই তারকা।
ইরানের সাবেক ফরোয়ার্ড আলী দাই এতদিন একাই শীর্ষে অবস্থান করছিলেন । দাই ১৯৯৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইরানের হয়ে ১৪৯টি ম্যাচে ১০৯ গোল করেছিলেন।
বুধবার (২৩ জুন) রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে হাঙ্গেরির বুদাপেস্টে ‘এফ’ গ্রুপের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করেন রোনালদো। দুটি গোলই আসে পেনাল্টি থেকে। ফলে তার গোলসংখ্যা হলো দাইয়ের সমান ১০৯টি। পর্তুগালের জার্সি গায়ে সর্বমোট ১৭৮টি ম্যাচ খেলে ১০৯ গোল করেছেন তিনি।
২০০৪ সালের ইউরোতে গ্রীসের সাথে প্রথম ম্যাচে ২-১ গোলে পরাজিত হয়েছিল পর্তুগাল। ঐ ম্যাচে রোনাল্ডো তার প্রথম আন্তর্জাতিক গোলটি করেছিলেন।
রেকর্ড স্পর্শ করায় দাই বলেন, ‘অভিনন্দন রোনাল্ডো। আন্তর্জাতিক ফুটবলে এখন সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙ্গতে আর মাত্র এক গোল দুরে রয়েছেন তিনি। আমি সত্যিই গর্বিত যে আমার এই রেকর্ড রোনাল্ডোর মত একজন খেলোয়াড় স্পর্শ করেছে। সে একজন সেরা ফুটবলার।’