ডিএমপি নিউজঃ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষনা দিয়েছেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ১৬‘র লড়াইয়ে জার্মানীর ২-০ গোলের পরাজয়ের একদিন পরেই ক্রুস এই ঘোষনা দিলেন।
এ সম্পর্কে রিয়াল মাদ্রিদের ৩১ বছর বয়সী এই তারকা বলেন, জার্মানীর হয়ে আমি ১০৬টি ম্যাচ খেলেছি। এখন আর এখানে থাকতে চাচ্ছিনা। এই টুর্ণামেন্টের পরে অবসরের সিদ্ধান্তটা আগেই নিয়ে রেখেছিলাম। ২০২২ কাতার বিশ্বকাপ কোনভাবেই আমার পরিকল্পনায় ছিলনা। আগামী সময়গুলোতে আমি পরিপূর্ণ ভাবে রিয়াল মাদ্রিদে মনোনিবেশ করতে চাই। এছাড়াও পরিবারে একজন বাবা ও একজন স্বামী হিসেবেও আমি এখন সময় কাটাতে চাই।
অবসরের ঘোষনার সময় তিনি জার্মানীর বিদায়ী কোচ জোয়াচিম লোকে বিশেষ ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি আমাকে জাতীয় দলের খেলোয়াড় বানিয়েছে। তার অনুপ্রেরনায় আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি। তিনি আমাকে বিশ্বাস করেন। আমরা একসাথে অনেক শক্তিশালী সাফল্যের গল্প লিখেছি।
উল্লেখ্য, ২০১০ সালে জার্মানি জাতীয় ফুটবল দলের টনি ক্রুসের অভিষেক হয়। এরপর ক্রমেই দলের গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে ওঠেন তিনি। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে দেশকে শিরোপা এনে দেওয়ায় তার দারুণ ভূমিকা ছিল। জার্মানি জাতীয় দলের হয়ে মোট ১০৬ ম্যাচ খেলেছেন তিনি; ১৭ গোল করার পাশাপাশি করিয়েছেন ১৯টি।