ডিএমপি নিউজঃ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানী বেইজিং থেকে আন্তর্জাতিক ফ্লাইট ফ্লাইট চলাচল শুরু করবে চীন। চীনের সঙ্গে কম্বোডিয়া, গ্রিস, ডেনমার্ক, থাইল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, কানাডা এবং সুইডেনের সঙ্গে ফ্লাইট চলাচল শুরু হবে।
কয়েকটি ধাপে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হবে বলে জানান বেইজিং ইনফরমেশন অফিসের পরিচালক জু হেজিয়ান।
তালিকাভূক্ত দেশগুলোর যাত্রীরা এবং বিভিন্ন দেশে থাকা চীনের বাসিন্দারা এসব ফ্লাইটে যাওয়া-আসা করতে পারবেন। তবে এক্ষেত্রে তাদের অবশ্যই করোনার নেগেটিভ ফলাফল প্রদর্শন করতে হবে। নেগেটিভ রিপোর্ট ছাড়া কোনো যাত্রীই দেশের বাইরে বা বাইরে থেকে চীনে প্রবেশ করতে পারবেন না।
জু হেজিয়ান জানান, ফ্লাইটের আগে প্রত্যেক যাত্রীর শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। এছাড়া বেইজিংয়ে পৌঁছানোর পর প্রত্যেক যাত্রীর নিউক্লেইক এসিড টেস্ট করা হবে। তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার আগে অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক থাকবে।