ডিএমপি নিউজঃ ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৩ পেয়েছেন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি ২০২৩ (মঙ্গলবার) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে তিনি এ পদক গ্রহণ করেন।
সমাজে পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর বিলুপ্তপ্রায় ভাষা ‘ঠার’ সংগ্রহে অবদান রাখায় অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান এ পদক পেয়েছেন। ‘ঠার’ ভাষাটির কোনো বর্ণ বা লিপি নেই। এটি মূলত একটি কথ্য ভাষা।
পৃথিবী জুড়ে মাতৃভাষায় অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০২১ সাল হতে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান করা হয়। প্রতি ২ বছর পর আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান করা হয়ে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পদকটি প্রবর্তন করা হয়।
অতিরিক্ত আইজিপি (ট্যুরিস্ট পুলিশ) হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার ছাড়াও অধ্যাপক রনজিত সিংহ, ভারতের মাহেন্দ্র কুমার মিশ্র ও কানাডাভিত্তিক ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ লাভার্স অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৩ পুরস্কার পেয়েছেন।