ডিএমপি নিউজ: হাইড্রোলিক হর্ণ। ঢাকা মহানগরীবাসীর এক বিরুক্তির নাম। মনসংযোগ নষ্ট করতে এই যন্ত্রটিই যথেষ্ট। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ প্রতিনিয়ত ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।
৭ আগস্ট, ১৭ সোমবার রাজধানীর বিভিন্ন এলাকার অভিযান পরিচালনা করে শুধু যারা গাড়িতে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করে ট্রাফিক আইন ভঙ্গ করেছেন এমন ২৯৯ টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ। করেছেন জরিমানাও।
ট্রাফিক বিভাগ সূত্রে জানানো হয়, হাইড্রোলিক হর্ণ ব্যবহার ছাড়াও উল্টো পথে গাড়ি চালানোর দায়ে ২২৫টি মামলা, হুটার বা বিকন লাইট ব্যবহারের জন্য ছয়টি মামলা ও গাড়িতে কালো গ্লাস ব্যবহার করার জন্য ৪টি মামলা করা হয়েছে। এসময় ১২টি মোটর সাইকেল আটক করা হয়েছে।
ট্রাফিক পুলিশ সূত্রে আরো জানানো হয়, ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ৩১৬২ টি মামলা ও ৪৩টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। আর রেকার করা হয়েছে ৬২৪টি গাড়ি। জরিমানা আদায় করা হয়েছে ২০ লক্ষ ৪৯ হাজার ৯০০ টাকা।