১৬৮ রান তাড়া করে জয় পাওয়া খুব একটা কঠিন মনে হয়নি টাইগারদের কাছে। আফগানিস্তানের মতো একটা দলের বিপক্ষে তো সেটা আরও সহজ মনে হয়েছে। কিন্তু সেই সহজ কাজটাই করতে পারেনি সাকিবরা। গতরাতে দেরাদুনে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টপঅর্ডারের ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে নিশ্চিত জয় বঞ্চিত হয়েছে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে ব্যাটে-বলে তেমন লড়াইও করতে পারল না টাইগাররা। ম্যাচে মুশফিক-লিটন দাশের জুটিতে একটা লড়াই জমে উঠার একটা আভাস পাওয়া যাচ্ছিল। কিন্তু রশিদ খানের অসাধারণ স্পেল সবকিছু লণ্ডভণ্ড করে দেয় টাইগার ব্যাটিং লাইনআপকে। বিপরীতে ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং নৈপুণ্যে বাংলাদেশের বিরুদ্ধে বিশাল ব্যবধানে সিরিজের প্রথম ম্যাচ ৪৫ রানে জিতে নিল আফগানরা।
আফগানদের দেয়া ১৬৭ রানের চ্যালেঞ্জিং স্কোরের জবাবে খেলতে নেমে বাংলাদেশ ১৯ ওভারে ১২২ রানে অলআউট হয়ে যায়৷ ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফিরে যান দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান তামিম ইকবাল। আফগান বোলার মুজিবের অসাধারণ এক ডেলিভারিতে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে ফিরে যান তামিম।দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন লিটন দাস৷ এছাড়া শাকিব ১৫, মুশফিকুর ২০, মাহমদুল্লাহ ২৯ ও মোসাদ্দেক ১৪ রান করেন৷ বাকিরা কেউই দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি৷
আফগানদের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন রশিদ খান ও শাপুর জাদরান ৷ দু’টি উইকেট নবির ৷ একটি করে উইকেট দখল করেন মুজিব ও করিম ৷ ১৩ রানে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি রশিদ এই ম্যাচেই নতুন একটি মাইলফলক ছুঁয়ে ফেলেন ৷ আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৫০টি উইকেট নেওয়া হয়ে গেল রশিদের ৷ ম্যাচের সেরা হয়েছেন তিনিই ৷