ইংল্যান্ড বিশ্বকাপের আগে অধিনায়ক বদল করে চমক দিয়েছে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড। তিন ফরম্যাটে বেছে নিয়েছে তিন অধিনায়ক। আসগর আফগানকে সরিয়ে দেশটির ওয়ানডে দলের দায়িত্ব দেওয়া হয়েছে গুলবাদিন নাইবকে।
বিশ্বকাপ খেলার জন্য বেছে নেয়া হয়েছে ২৩ জনকে। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে এই ২৩ জন একত্রে অনুশীলন করবেন। ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার স্বার্থে তারা দক্ষিণ আফ্রিকায় ছয়টি প্রস্তুতি ম্যাচ খেলবেন। এরপর তারা কাবুলে ফিরলে তবেই ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে আফগানিস্তান।
আফগানদের বিশ্বকাপের সম্ভাব্য দল: গুলবাদিন নাইব (অধি.), রশিদ খান (সহ-অধি.), মোহাম্মদ শাহজাদ, নূর আলী জাদরান, হযরতউল্লাহ জাজাই, উসমান ঘানি, আসগর আফগান, হাসমতউল্লাহ শাহেদি, রহমত শাহ, মোহাম্মদ নবী, নাজিব জাদরান, দারউইশ রাসুলি, মুজিব উর রহমান, শফিকউল্লাহ শফিক, দৌলত জাদরান, আফতাব আলম, শাপুর জাদরান, হামিদ হাসান, করিম জানাত, কায়িস আহমেদ, সারাফুদ্দিন আসরাফ, সায়েদ শারজাদ, সামিউল্লাহ সেনওয়ারি।