উগ্র তালেবান গোষ্ঠীর হামলায় আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাল্খ প্রদেশে অন্তত ৭জন সরকারি সেনা নিহত হয়েছে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ (মঙ্গলবার) সকালের দিকে বাল্খ প্রদেশের দৌলতাবাদ এলাকার একটি সামরিক ঘাঁটিতে তালেবান হামলা করলে এসব সেনা নিহত হয়।
ওই ঘাঁটিতে আফগান সেনাবাহিনী এবং ন্যাশনাল ডাইরেক্টোরেট অব সিকিউরিটি বা এনডিএস’র সদস্যরা অবস্থান করত। এনডিএস হচ্ছে আফগানিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তালেবানের আজকের হামলায় সাত সেনা নিহত হওয়ার পাশাপাশি তিনজন আহত হয়েছে। এছাড়া, এনডিএস’র তিন সদস্য আহত হয়। তালেবান এরইমধ্যে হামলার দায়িত্ব স্বীকার করেছে।
দৌলতাবাদ গভর্নরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলায় ১৫ জন হতাহত হয়েছে। এর একদিন আগে কুন্দুজ প্রদেশে তালেবানের অন্য এক হামলায় একজন মার্কিন সেনা নিহত হয়।