ইতিহাস গড়ল আফগানিস্তান। আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে নিজেদের দ্বিতীয় টেস্টেই জয়ের ইতিহাস গড়ল নবীন টেস্ট খেলুরে এই দেশটি। আফগানিস্তানের সামনে আছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচেই টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল। আফগানিস্তানের মতো নিজেদের দ্বিতীয় টেস্টে প্রথম জয় পেয়েছিল ইংল্যান্ড ও পাকিস্তান।
ভারতের দেরাদুনে অনুষ্ঠিত এই টেস্ট ম্যাচের চতুর্থদিনে জয়ের জন্য আফগানদের দরকার ছিল ১৪৭ রান। রহমত শাহ্ ও ইহসানউল্লার দুর্দান্ত ব্যাটিংয়ে এ লক্ষ্য পেরুতে বেগ পেতে হয়নি। এই দুজন মিলে গড়েন ১৩৯ রানের জুটি। দেরাদুন টেস্টে পাঁচ উইকেট নিয়ে ক্রিকেটের তিন ফরমেটেই পাঁচ উইকেট শিকার করার রেকর্ড গড়লেন আফগান লেগ স্পিনার রশিদ খান। দুই ইনিংসেই ফিফটি করা রহমত জেতেন ম্যাচ সেরার পুরস্কার।