আফগানিস্তানে অভ্যন্তরীণ হামলায় নিরাপত্তা বাহিনীর ২৩ সদস্য নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় গজনী প্রদেশে এ হামলার ঘটনা ঘটেছে। খবর সিনহুয়ার।
খবরে বলা হয়েছে, কারবাগ জেলার একটি চেক পয়েন্টে শনিবার তালেবানের পোশাকে সজ্জিত নিরাপত্তা বাহিনীর স্থানীয় সাত সদস্য নিজ বাহিনীর অপর সদস্যদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এ সময়ে তারা ঘুমাচ্ছিল। হামলায় ঘটনাস্থলেই ২৩ জন প্রাণ হারায়। হামলাকারীরা তাদের অস্ত্র নিয়ে পালিয়ে যায়।