আফগানিস্তানে আগামী এপ্রিলে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রক্রিয়াগত সমস্যার কারণে এই ভোট স্থগিত করে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ জুলাই প্রেসিডেন্ট নির্বাচনের নতুন তারিখ নির্দিষ্ট করেছে দেশটির কর্তৃপক্ষ।
নির্বাচন কমিশনের মুখপাত্র আব্দুল আজিজ ইব্রাহিমী এ কথা জানিয়েছেন।
ইব্রাহিমী জানিয়েছেন, গত অক্টোবরে আফগানিস্তানের পার্লামেন্ট নির্বাচনে ভোটার তালিকা সংক্রান্ত বেশ কিছু সমস্যা হয়েছিল। নির্বাচন কমিশন ভোট আয়োজনে গতবার যেসব সমস্যার মুখোমুখি হয়েছিল তা সমাধান করতেই এই সময় নিয়েছে।
তিনি জানান, ওই পার্লামেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ উঠেছিল। এ কারণে বায়োমেট্রিক পদ্ধতিতে ভোটার নিবন্ধন বিষয়ে নির্বাচন কর্মকর্তাদের আরো বেশি প্রশিক্ষণ প্রয়োজন।