আফগানিস্তানে বায়ু দূষণে গত সপ্তাহে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও বায়ুদূষণ জনিত রোগে ৮ হাজারের বেশি লোক হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির গণস্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানায় কাতারের শীর্ষস্থানীয় গণমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে প্রকাশ করা হয়, আফগানিস্তানের রাজধানী কাবুলে বিপজ্জনক মাত্রার বায়ু দূষণের কারণে শ্বাস-প্রশ্বাসের সংক্রমণে আক্রান্ত হয়ে এতো লোকের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, বায়ুদূষণের প্রাথমিক কারণ হলো দারিদ্র্য ও বিদ্যুতের অভাব। সস্তায় গ্যাস ও বিদ্যুৎ পাওয়া না গেলে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়।