আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশে সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৩ জঙ্গি নিহত হয়েছে। মঙ্গলবার সামরিক বাহিনী এ কথা জানায়। খবর সিনহুয়ার।
অঞ্চল ভিত্তিক সামরিক বাহিনীর মুখপাত্র নাসরাতুল্লাহ জমশিদি সিনহুয়াকে বলেন, প্রদেশের শিরিন তাগাব এলাকায় সোমবার সন্ধ্যায় এ বিমান হামলা চালানো হয়। এতে ১৩ জঙ্গি নিহত হয়।
সূত্র জানায়, সেখানে অভিযান চালিয়ে তালেবান জঙ্গিদের চারটি গোপন আস্তানা এবং বিভিন্ন হামলার কাজে ব্যবহার করা তিনটি মটর সাইকেল গুঁড়িয়ে দেয়া হয়।
তবে এ সামরিক অভিযানে কোন বেসামরিক লোক হতাহত হয়নি।
এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।বাসস