আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের ছারদারা জেলায় তালেবান জঙ্গিদের বিরুদ্ধে চালানো বিমান হামলায় চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। প্রদেশের সেনা মুখপাত্র গুলাম হজরত কারিমি এ কথা জানান।
বার্তা সংস্থা সিনহুয়াকে তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছারদারা জেলার নওয়াবাদ এলাকায় বুধবার সকালে নিরাপত্তা বাহিনী এ বিমান হামলা চালায়। এতে চার জঙ্গি ঘটনাস্থলেই নিহত ও কয়েকজন আহত হয়।তবে এব্যাপারে তালেবান জঙ্গিদের কাছ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।