আফগান সরকারের বিমান হামলায় দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ উরুজগানে ১৭ বিদ্রোহী নিহত ও অপর ১০ জন আহত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়,‘ আফগান সরকারের বিমান বাহিনী উরুজগান প্রদেশের বারাকজাই অঞ্চলের চোরা জেলার বিদ্রোহীদের গোপন আস্তানায় হামলা চালায়। এসময় ১৭ বিদ্রোহী নিহত ও ১০ জন আহত হয়’।
গোলযোগপূর্ণ এই প্রদেশে হামলার সময় বিমান সেনারা বিদ্রোহীদের বিপুল পরিমাণ অস্ত্র-শস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করেছে। আফগান সরকারের বিরুদ্ধে লড়াইরত তালেবান জঙ্গিরা এ ব্যাপারে কোন মন্তব্য করেনি।
গত সপ্তাহে জঙ্গিরা একই জেলার বেশ কয়েকটি সেনা চৌকিতে হামলা চালিয়ে কমপক্ষে ২০ জন সৈন্যকে হত্যা করে।