আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দে রোববার রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত সাত বেসামরিক লোক নিহত হয়েছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র একথা জানান।
হেলমান্দ প্রদেশ সরকারের মুখপাত্র ওমর জোয়াক বলেন, আজ সকালে প্রদেশের মার্জা জেলায় একটি মিনিবাস রাস্তার পাশে পেতে রাখা একটি বোমার ওপর দিয়ে যাওয়ার সময় এ বিস্ফোরণ ঘটে। তিনি আরো বলেন, বাসটিতে ১০ আরোহী ছিল। বাসের পাশে তিন পথচারীও এই বিস্ফোরণে আহত হয়।
তিনি এই ঘটনার জন্য ‘আফগানিস্তানের শত্রুদের’ দায়ী করেছেন। তালেবানদের বুঝাতে এই শব্দ ব্যবহার করা হয়।