যুক্তরাষ্ট্র ও ন্যাটোরে জোটের ড্রোন হামলায় আফগানিস্তানের নানগরহার প্রদেশে ৪ ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি নিহত হয়েছে।রোববার কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
প্রাদেশিক সরকার জানায়, শনিবার রাতে জোটবাহিনী আচিন জেলার বানদার এলাকায় আইএস জঙ্গির আস্তানা লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। তবে হামলায় কোন বেসামরিক নাগরিক হতাহত হননি।কাবুল থেকে ১২০ কিলোমিটার দুরের এই জেলাতে আইএস জঙ্গিদের শক্ত অবস্থান রয়েছে।তবে এই হামলার ব্যাপারে আইএস বাহিনীর পক্ষে কোন বিবৃতি দেয়া হয়নি।